নিচের স্লাইডটিকে ডানে-বামে সরিয়ে ইচ্ছেমতো বৃত্তটিকে ঘুরাতে পারবেন।
প্রশ্ন: O কেন্দ্রবিশিষ্ট BCD বৃত্তের বহি:স্থ বিন্দু A থেকে বৃত্তে AB ও AC দুটি স্পর্শক। প্রমাণ করো যে, AB = AC. সমাধান: দেওয়া আছে, O কেন্দ্রবিশিষ্ট BCD বৃত্তে A একটি বহি:স্থ বিন্দু। AB ও AC বৃত্তের যথাক্রমে B ও C বিন্দুতে স্পর্শক। প্রমাণ করতে হবে যে, AB = AC. অঙ্কন: O,A; O,B এবং O,C যোগ করি। প্রমাণ: ধাপ ১. যেহেতু AB স্পর্শক এবং OB স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, সেহেতু AB ⊥ OB ∴ ∠ABO = 1 সমকোণ। অনুরূপভাবে, AC ⊥ OC ∴ ∠ACO = 1 সমকোণ। সুতরাং, AOB ও AOC উভয়ই সমকোণী ত্রিভুজ। ধাপ ২.∆AOB এবং ∆AOC সমকোণী ত্রিভুজদ্বয়ে, অতিভুজ OA = অতিভুজ OA [সাধারণ বাহু] OB = OC [একই বৃত্তের ব্যাসার্ধ] ∴ ∆AOB ≅ ∆AOC [অতিভুজ-বাহু সর্বসমতা ] ∴ AB = AC (প্রমাণিত)