উপরের ফরমেটের সাথে অবশ্যই মিলতে হবে
প্রশ্ন: O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের অভ্যন্তরে AB ও CD জ্যা-দ্বয় P বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। দেখাও যে, একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান, অর্থাৎ AP = PD এবং PC = PB. সমাধান: মনে করি, O কেন্দ্রবিশিষ্ট ACBD বৃত্তের AB ও CD সমান জ্যা-দ্বয় পরস্পর P বিন্দুতে ছেদ করেছে। দেখাতে হবে যে, AP = PD এবং PC = PB. অঙ্কন: O বিন্দু হতে AB ও CD জ্যাদ্বয়ের উপর যথাক্রমে OE এবং OF লম্ব আঁকি। O,P যোগ করি। প্রমাণ: ধাপ ১. OE ⊥ AB ∴ AE = BE = (½)AB [বৃত্তের ব্যাস ভিন্ন যেকোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখণ্ডিত করে ] ধাপ ২. OF ⊥ CD ∴ CF = DF = (½)CD [ঐ] ধাপ ৩: কিন্তু AB = CD বা, (½)AB = (½)CD [½ দ্বারা গুণ করে] ∴ AE = DF .....(I) ধাপ ৪: আবার, OE এবং OF কেন্দ্র O হতে যথাক্রমে AB ও CD জ্যা-য়ের দূরত্ব নির্দেশ করে। ∴ OE = OF [সমান সমান জ্যা বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী ] ধাপ ৫: ∆POE এবং ∆POF সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে, অতিভুজ OP = অতিভুজ OP [সাধারণ বাহু] OE = OF [ধাপ ৪ হতে] ∴ ∆POE ≅ ∆POF [অতিভুজ-বাহু সর্বসমতা ] ∴ PE = PF ……(ii) ধাপ ৬: AE + PE = DF + PF [(I)+(ii) হতে] ∴ AP = DP আবার, AB = CD বা, AB – AP = CD – AP বা, AB – AP = CD – PD [ ∴ AP = PD] বা, PB = PC ∴ AP = PD এবং PC = PB (দেখানো হলো)
উপরের ফরমেটের সাথে অবশ্যই মিলতে হবে